ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ, পুঠিয়া : গত ৫ আগস্ট এর পর থেকেই পর্যটক শূন্যতায় পড়ে ছিলো পুঠিয়া ঐতিহাসিক রাজবাড়ী ও জাদুঘর।
তবে এখন আবার দেশ-বিদেশ থেকে প্রতিদিনই আসছে অনেক পর্যটক। সপ্তাহে প্রায় প্রতিদিনই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটক আসছে রাজবাড়ী ও জাদুঘর পরিদর্শনের জন্য। মুহূর্তে তারা পুঠিয়া রাজবাড়ী দেখে আনন্দিত এবং তাদের মুঠোফোনে ক্যামেরা বন্দী করছে রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। বিশেষ করে সপ্তাহের শুক্রবার ও শনিবার রাজবাড়ীতে দর্শনার্থী সংখ্যা অনেক বৃদ্ধি পায়।
পুঠিয়া রাজবাড়ী জাদুঘরের স্থানগুলো দেখার জন্য বিভিন্ন ধরনের টিকেটের ব্যবস্থা রয়েছে যার মূল্য চার ভাগে বিভক্ত আছে। যেমন বিদেশি পর্যটকদের জন্য ৪০০ টাকা প্রতি জনের টিকিটের মূল্য। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ২০০ টাকা প্রতি জনের টিকিটের মূল্য। ছাত্র-ছাত্রীদের জন্য ১০ টাকা প্রতি জনের টিকিটের মূল্য এছাড়াও দেশের প্রতিটি নাগরিকের জন্য ৩০ টাকা হারে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে।
পুঠিয়া রাজবাড়ী আশেপাশে যে সকল স্থান দেখার মত কর হয়ে আছে তা হল,রাজবাড়ি ছাড়াও পুঠিয়ার রাজাদের স্মৃতি বিজড়িত বড় গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির, বড় শিবমন্দির, ছোট শিবমন্দির, বড় আহ্নিক মন্দির, ছোট আহ্নিক মন্দির, জগদ্ধাত্রী মন্দির, দোল মন্দির, রথ মন্দির, গোপাল মন্দির, সালামের মঠ, খিতিশচন্দ্রের মঠ, কেষ্ট খেপার মঠ, হাওয়া খানা, রানিঘাটসহ ১৫টি প্রাচীন স্থাপনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যখানে দীর্ঘ সময় পর্যটক বেশি ছিল না। তবে বর্তমানে প্রতিদিনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঘুরতে আসছে অনেক শিক্ষার্থীরা পাশাপাশি বিভিন্ন দৃষ্টিকে দর্শনার্থী আসছে এবং রাজবাড়ীর খুঁটিনাটি সকল তথ্যই তারা সংগ্রহ করছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, মাস কয়েক আগে পর্যটক না আসায় ব্যবসার অবস্থা খুবই খারাপ যাচ্ছিল। তবে এখন আবার পর্যটক আসা শুরু হওয়ার কারণে আশা করা আমরা যায় ব্যবসায়ীরা এই রাজবাড়ী কেন্দ্রিক ব্যবসার সাথে জড়িত আছি সবাই সুদিন পেয়ে যাব। একজন পর্যটক জানান, আমরা রাজবাড়ীতে ঘুরতে এসে খুবই আনন্দিত। এখানে এসে আমরা অনেক পুরাতন ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে পাচ্ছি সেই সাথে আমাদের ছোট বাচ্চাদের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারছি। এই রাজবাড়ীতে অনেকগুলো নিদর্শন স্থানগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছি এবং আমাদের মোবাইল ফোনে পুরানো ঐতিহাসিক স্থানগুলো ভিডিও ধারণ করছি এবং ক্যামেরায় ছবিগুলো বন্ধ করে নিয়ে যাচ্ছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর অ্যাসিসট্যান্ট কাস্টোডিয়াল হাফিজুর রহমান বলেন, কিছুদিন আগে রাজবাড়ি জাদুঘরে পর্যটক সংখ্যা অনেক কম কমে গিয়েছিল। তবে বর্তমানে আবার প্রতিদিনই দেশ-বিদেশ থেকে পর্যটক আসছে তবে শুক্র ও শনিবারে পর্যটক সংখ্যা একটু বেশি থাকে। বিদেশীদের মধ্যে সবথেকে বেশি পর্যটক থাকে রাশিয়ান পর্যটক।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew