ধূমকেতু নিউজ ডেস্ক : কানাডার টরেন্টোতে নির্বাসিত এক পাকিস্তানি নিখোঁজ মানবাধিকারকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কারিমা বালুচ (৩৭) নামে ওই নারী পাকিস্তান রাষ্ট্র ও সেনাবাহিনীর কঠোর সমালোচক। খবর-বিবিসির।
এর আগে রোববার নিখোঁজ হওয়ার পর পুলিশ একটি সাধারণ ডায়েরি করে। পরে কারিমার বন্ধুরা মৃতদেহ পাওয়ার কথা জানায়। এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার গ্রুপ।
২০১৬ সালে বিবিসি’র বার্ষিক প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ছিলেন তিনি।
শনিবার টরেন্টো পুলিশ টুইটারে জানায়, ওইদিন তাকে পশ্চিমাঞ্চলীয় কোয়ে কুইন্সের বে স্ট্রিটে সবশেষ দেখা গিয়েছে। পরে আবার জানানো হয়, তার অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তবে বিস্তারিত জানানো হয়নি।
কারিমার বন্ধু এবং সহকর্মীরা জানান, পুলিশের টুইটের পরই তার মরদেহের খোঁজ মেলে। কিভাবে তিনি মারা গেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কারিমার বোন মঙ্গলবার বিবিসি উর্দুকে জানান, তার মৃত্যু শুধু পরিবারের জন্য মর্মান্তিক নয়, পুরো বেলুচ আন্দোলনের জন্য দুঃসংবাদ।