ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১২ দফা দাবীতে জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও বর্তমানে আদিবাসীদের জীবনের সংকট এবং তাদের মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সোমবার বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। তিনি বলেন, তাদের দাবীগুলো মানা না হলে আগামী ৩ সেপ্টেম্বর রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলায় একযোগে আদিবাসী সমাবেশ, মানববন্ধন, মিছিল করা হবে।
দাবীগুলো হলো :
১. আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
২. সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রনালয় ও স্বাধীন ভূমি কমিশণ গঠনের রোড ম্যাপ ঘোষনা করতে হবে।
৩. সকল আদিবাসী জাতিসত্তার শিশুদের জন্য নিজ মাতৃভাষায় প্রাথমিক স্তরে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে।
৪. আদিবাসীদের বেদখল সম্পত্তি পুনরুদ্ধারের জন্য সরকারী খরচে আইনগত সহায়তা দিতে হবে।
৫. জাতীয় বাজেটে সমতল আদিবাসীদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্ধ দিতে হবে।
৬. সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিও বিশেষ সুযোগ, ১ম ও ২য় শ্রেণীসহ সকল সরকারি চাকুরীর ক্ষেত্রে কোটা কার্যকর করতে হবে।
৭. অর্পিত সম্পত্তি আইনের আওতায় থাকা আদিবাসীদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে।
৮. প্রতিটি জেলায় আদিবাসী সাংস্কৃতিক একাডেমী প্রতিষ্ঠা, রাজশাহী বিভাগীয় আদিবাসী সাংস্কৃতিক একাডেমীতে উপ-পরিচালক পদে নিয়োগসহ, দিনাজপুর, নওগাঁর আদিবাসী সাংস্কৃতিক একাডেমীতে দ্রুত জনবল নিয়োগ ও সরকারীকরণ করতে হবে।
৯. ছিন্নমুল ও উদ্বাস্তু আদিবাসীদের পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে।
১০. আদিবাসীদের দখলে থাকা খাস জমি, পুকুর, শশ্মান ও করবস্থান আইনগত মালিকানা দিতে হবে।
১১. আদিবাসীদের উপর সকল প্রকার নির্যাতন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, মিথ্যা মামলা, জবর দখল, উচ্ছেদ বন্ধ করতে হবে।
১২. করোনার ফলে চরম খাদ্য ও আর্থিক সংকটে থাকা আদিবাসী পরিবারকে বিশেষ বরাদ্ধ দিতে হবে।