ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজস্থানে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে রাকেশ রাঠোর নামে এক যুবককে নগ্ন করে, গলায় জুতোর মালা পরিয়ে প্রকাশ্যে ঘুরিয়েছে গ্রামবাসী। বিষয়টি প্রকাশ্যে আসার পরে উত্তেজনা তৈরি হয় স্থানীয় এলাকায়। নির্যাতিত যুবকের অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে রাজস্থানের পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যমের।
জানা গেছে, শনিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজস্থানের ঝালাওয়ার জেলার বাগের গ্রামে একজনের বাড়ি থেকে হাতেনাতে ধরা পড়ে ২৮ বছর বয়সী ওই যুবক রাকেশ। স্থানীয় ওই বাসিন্দার বাড়িতে লুকিয়ে ঢুকে তার স্ত্রীকে রাকেশ হেনস্তা করেছে বলে অভিযোগ ওঠে। সেই অবস্থায় তাকে হাতেনাতে ধরে কড়া হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেন ওই নারীর স্বামী। কিন্তু পরের দিন তিনি রাকেশ রাঠোরের বাড়িতে একদল লোক নিয়ে তাকে বেধড়ক মারধর করার পর জোর করে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হয়।
এ প্রসঙ্গে এই মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা পারিহার জানান, অভিযুক্ত যুবক বাগের গ্রাম পঞ্চায়েতের মনরেগা প্রকল্পের সুপারভাইজার হিসেবে কাজ করেন। আর যে নারীকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে তিনি ওই প্রকল্পে একজন শ্রমিক হিসেবে কাজ করেন। এই ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত যুবক ও তাকে যারা মারধর করে নগ্ন অবস্থায় ঘুরিয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক ওই নারী।