ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : ঝুঁকিপূর্ন বাড়ি হওয়ায় দুই বছর আগে ভেঙে ফেলা হয়। সেখানে আবারও নতুন করে পাকা ঘর উঠানোর কথা ছিল। কিন্তু শ্রমীক লীগ নেতা ডি.এম আব্দুল মজিদ দুলাল এর দাপটে ৯০ বছর বয়সের এক বৃদ্ধা ঘর করতে পারছেন না বলে অভিযোগ উঠেছ। ঘর করতে না পারায় গত দুই বছর থেকে অনিরাপদ ও উন্মুক্ত অবস্থায় রয়েছে। অসহায় বৃদ্ধা নুরজাহান বেগম নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত আরজ উদ্দিনের স্ত্রী। ডি.এম আব্দুল মজিদ দুলাল জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এবং নওগাঁ নর্দান ইলেকট্রিসিটি স্লাপাই কোম্পানি লিমিটেডের (নেসকো) লাইনম্যান। ভুক্তভোগী পরিবার বিষয়টি সুরাহা চেয়েছেন প্রশাসনের কাছে।
জানা গেছে, আরজ উদ্দিনের চার ছেলে ও এক মেয়ে। বড় ছেলে স্ট্রোক করে বিছানাগত, মেজ ও সেজ ছেলে প্রবাসি, ছোট ছেলে মারা গেছে এবং এক মেয়ে সেও অসুস্থ। গত ৭০ বছর পূর্বে সাহাপুর গ্রামে বাড়ি করে বসবাস করে আসছিলেন। আরজ উদ্দিন ১৯৯০ সালের দিকে মারা যান। এরপর তার স্ত্রী নুরজাহান বেগম ওই বাড়িতে বসবাস করেন। এরই মধ্যে বাড়িটি ঝুঁকিপূর্ন হয়ে পড়ে। প্রবাসি ছেলেরা মায়ের জন্য একটি পাকা বাড়ি করে দিতে চান। এজন্য গত দুই বছর আগে বাড়িটি ভেঙে ফেলা হয়। বাড়িটি ভাঙার পর বিপদে পড়েছেন বৃদ্ধা নুরজাহান বেগম। সাবেক বাড়ির জায়গায় নতুন করে বাড়ি করতে গিয়ে বিভিন্ন ভাবে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। ইট, বালিসহ বাড়ি তৈরী সরঞ্জাম নিয়ে আসা হলেও গত দুই বছর থেকে তিনি আর আগের জায়গায় বাড়ি করতে পারছেন না। অনিরাপদ ও উন্মুক্ত অবস্থায় রয়েছে।
বৃদ্ধা নুরজাহান বেগমের স্বামীর তিন নম্বর ভাই ফরেজ উদ্দিনের নাতনী জামাই শ্রমীক লীগ নেতা ডি.এম আব্দুল মজিদ দুলাল বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা তৈরী করছেন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে কিছু অংশ জায়গা দখলে নিয়ে টিনের বেড়া দিয়েছেন।
মৃত আরজ আলীর স্ত্রী বৃদ্ধা নুরজাহান বেগম বলেন, ছেলেদের ইচ্ছে আমাকে পাকা বাড়ি করে দিবে। পুরনো ঝুঁকিপূর্ন বাড়িটি ভেঙে ফেলার পর বিপদে পড়েছি। বাড়ির জায়গায় আর বাড়ি করতে দেয়া হচ্ছে না। প্রতিপক্ষরা ক্ষমতা দেখিয়ে কিছু জায়গায় দখলে নিয়ে টিনের বেড়া দিয়েছে। এছাড়া আমাকে বাড়িও করতে দেয়া হচ্ছেনা। আমার বাড়িতে তারা বিভিন্নভাবে অত্যাচার করে। দরজার সামনে ময়লা আর্বজনা ফেলে রাখে। নতুন বাড়ি চোখে দেখা হবে কিনা জানিনা।
বৃদ্ধার নাতী একে.এম খশরুজ্জামান সার্তিক বলেন, বাড়িটি বসবাসের জন্য অনুপযোগী হওয়া ভেঙে ফেলা হয়। নতুন করে বাড়ি করতে যাব এরমধ্যে সরিকানরা বাঁধা সৃষ্টি করে। তাদের আলাদা অংশ থাকা সত্বেও আমাদের জায়গা দখল নেয়া চেষ্টা করছে। তারা যে জমি পাবে এমন কোন কাগজপত্রও দেখাতে পারছেনা। আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে। বিষয়টি সুরাহা চেয়েছেন প্রশাসনের নিকট।
নওগাঁ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ডি.এম আব্দুল মজিদ দুলাল বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। একাধিকবার বৈঠকও হয়েছে। তারা কাউকে তোয়াক্কা করেন না। আমাদের জমি বুঝিয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে। বাড়ি করতে কোন বাঁধা দেয়া হয়নি। এছাড়া তার বাড়ির সামনে কোন আর্বজনাও ফেলা হয়না।
স্থানীয় বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুর-আল-মামুন বলেন, বিষয়টি নিয়ে আপোষের চেষ্টা করেছিলাম। কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে উঠেনি। পরে উভয়পক্ষ আদালতের দারস্থ হতে চেয়েছিল।