ধূমকেতু নিউজ ডেস্ক : জম্মু-কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে রবীন্দর নামে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। তিনি নায়েব সুবেদার ছিলেন। শুক্রবার (১ জানুয়ারি) রাজৌরি সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) এ ঘটনা ঘটে।
ভরতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজৌরির নৌশেরা সেক্টরে গোলাবর্ষণ করে পাকিস্তানি সেনারা। নিয়ন্ত্রণরেখা লাগোয়া অঞ্চলগুলোতেও গুলি ছোঁড়া হয়। ভারতের পক্ষ থেকেও পাল্টা গুলি-মর্টারশেল ছোঁড়া হয়। গোলাগুলির একপর্যায়ে নায়েব সুবেদার রবীন্দর নিহত হন।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি- ২০২০ সালে গড়ে প্রতিদিন ১৪ বার করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। বিদায়ী বছরে পাকিস্তানের হামলায় ভারতের ৩৬ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য।