ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার জন লুইসকে। দুই-একটি সিরিজ দেখে দীর্ঘ সময়ের জন্য লুইসের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লুইসের আগে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন নিল ম্যাকেঞ্জি। তিনি পারিবারিক কারণে দায়িত্ব ছেড়ে দেন গত আগস্টে। এরপর সেপ্টেম্বরে শ্রীলংকা সফরের জন্য ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং কোচ করেছিল বিসিবি। কিন্তু বাবার মৃত্যুতে সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান দায়িত্ব নিতে পারেননি তখন। পরে সফরও পিছিয়ে যায়। এরপর থেকে ব্যাটিং কোচ খুঁজছিল বিসিবি।
৪৫ বছর বয়সী লুইস জাতীয় দলের হয়ে মাত্র একটি টেস্ট, ১৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। কাউন্টি ক্রিকেটের এই ওপেনিং ব্যাটসম্যান ২০০৭ সাল থেকে কোচিং করে যাচ্ছেন। ইংল্যান্ডের ওয়ানডে দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ২০১৮-১৯ সালে শ্রীলংকার ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রোববার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার। সেই দিনই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এ সিরিজ শেষে ফেব্রুয়ারিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল।