ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে দিনব্যাপী কমিউনিটি বেইজড ট্যুরিজম (সিবিটি) উন্নয়নে ফলোয়াপ প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরের হল রুমে এই কর্মশলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ। আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নিবার্হী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, উপ পরিচালক (উপ সচিব) মোহাম্মদ সাইফুল হাসান, সহকারী পরিচালক বোরহান উদ্দিন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির, পাহাড়পুর জাদুঘর কাস্টডিয়ান ফজজুল কবীর আরজু, ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ ইফতেখার হাসান।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশলায় বক্তারা বলেন, এলাকায় পর্যটকদের বিভিন্ন সেবার প্রয়োজন হয়। এগুলো স্থানীয় উৎস থেকে স্থানীয় বাসিন্দারা সংকলন করবেন। এটা বিচ্ছিন্নভাবে না হয়ে সংগঠিত ও দায়িত্বপূর্ণভাবে করা হবে। এটাই হলো কমিউনিটি ট্যুরিজম বা সিবিটির মূল কথা।
সিবিটির মাধ্যমে শুধু ট্যুরিস্ট কল্যাণ হবে না, এলাকার এবং এলাকার মানুষের আর্থিক কল্যাণও সাধিত হবে।
কমিউনিটি ট্যুরিজমের মূল ধারণা হলো, একটি নির্দিষ্ট এলাকার মানুষ ও প্রকৃতিকে তুলে ধরা এবং সম্পৃক্ত করা। এখানকার মানুষ ও তাদের জীবনকে জানা এবং তাদের সংস্কৃতিকে সম্মানের সহিত তুলে ধরা। পাশাপাশি এর মাধ্যমে গ্রামের প্রান্তিক জনগণ সরাসরি উপকার পাবেন। এ ধরনের ব্যবস্থাপনা গড়ে তোলা হলে আর্থ সামাজিক উন্নয়ন শক্তিশালী হয়। ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে যা অর্থনীতিতে পর্যটনের অবদান বৃদ্ধি করতে সাহায্য করবে।
কমিউনিটি ট্যুরিজম একটি এলাকার আর্থসামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার। নৃ-গোষ্ঠীগুলোর ভাষা, খাদ্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করার অন্যতম মাধ্যম এই কমিউনিটি পর্যটন ব্যবস্থা। তবে আশার কথা এক দশক ধরে আমাদের দেশেও কমিউনিটি বেজড ট্যুরিজমের ধারণা প্রতিষ্ঠা পেতে শুরু করেছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ঢাকার অদূরে টাঙ্গাইল অঞ্চলে ‘কমিউনিটি বেইজড ট্যুরিজম’ কার্যক্রম শুরু হয়েছে। টাঙ্গাইলের প্রসিদ্ধ তাঁতের কাপড়, প্রচলিত ঐতিহাসিক স্থানগুলো এবং প্রাকৃতিক শস্যকে মূল প্রতিপাদ্য চিহ্নিত করে সামাজিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে “ভানুবিল মাঝের গাঁ কমিউনিটি বেইজড ট্যুরিজম” নামে হোম স্টেট কার্যক্রম শুরু হয়েছে।
এতে করে দেশী বিদেশী পর্যটকরা পর্যটনের সাথে সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মণিপুরি পরিবার ও সমাজ ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। এছাড়াও নওগাঁ জেলার বদলগাছীতে, খুলনা জেলার দাকোপে, মানিকগঞ্জের সাটুরিয়ায় ও নেত্রকোণার বিরিশিতে স্থানীয় সমপ্রদায়কে কমিউনিটি পর্যটনে উৎসাহিত ও সম্পৃক্ত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।
করোনা পরবর্তীসময়ে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পর্যটকদের সেবা প্রদান করা যায় সে বিষয়ের উপর নওগাঁর বদলগাছী উপজেলায় দিনব্যাপী ফলো আপ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।