ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে জাতীয় রেকর্ড করেছিলেন নারীদের হাই জাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর ঋতু আক্তার। শনিবার দ্বিতীয় দিনে নারীদের ৩০০০ মিটার দৌড়ে রেকর্ড করে স্বর্ণ জিতলেন বাংলাদেশ নৌবাহিনী রিংকি বিশ্বাস। তিন দিনব্যাপী জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম দুই দিনে হলো দুটি রেকর্ড।
রিংকি বিশ্বাস স্বর্ণ জিতেছেন ১০:৪৩:৩০ মিনিট সময় নিয়ে। ২০০৩ সালে হালিমা খাতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছিলেন ১১:০৫:১৫ মিনিট সময় নিয়ে। এ ইভেন্টে রৌপ্য জিতেছেন নড়াইল জেলার নন্দিনি কর্মকার। বাংলাদেশ নৌবাহিনীর শামসুন্নাহার পেয়েছেন ব্রোঞ্জ পদক।
দিনের প্রথম ইভেন্ট মেয়েদের লংজাম্পে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সোনিয়া আক্তার (৫.৭৭ মিটার)। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর শারমিন আক্তার লতা (৫.৬৯ মিটার) এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি খাতুন (৫.৫৪ মিটার)।
মেয়েদের ১০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর তামান্না আক্তার (১৪.৬০ সেকেন্ড), ছেলেদের ১১০ মিটার হার্ডলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মির্জা হাসান (১৪.৮০ সেকেন্ড), পুরুষদের বর্শা নিক্ষেপে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মনিরুজ্জামান (৬১.২৫ মিটার), পুরুষদের হ্যামার থ্রোতে প্রথম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মাহফুজ হাসান (৫০.৮১ মিটার)।
মেয়েদের ৪০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাবিয়া আল সোহা (৫৮.৬০ সেকেন্ড), পুরুষদের লংজাম্পে প্রথম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আল আমিন (৭.০৪ মিটার), মেয়েদর বর্শা নিক্ষেপে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর পাপিয়া আক্তার (৪০.১৯ মিটার), পুরুষদের ৩০০০ মিটার স্টেপল চেজে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সোহেল রানা (১০:১৭:৯০ মিনিট)।
দ্বিতীয় দিন শেষে ১২ স্বর্ণ, ৮ রৌপ্য ও ৯ ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে আছে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পদক ৯ স্বর্ণ, ১৪ রৌপ্য ও ৬ ব্রোঞ্জ। একটি করে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। রোববার শেষ হবে তিন দিনব্যাপী ৪৪ তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ।