ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ইসহাক আলী মারপিট এবং তার সন্তানকে মারপিট করে পুলিশে দেয়ার প্রতিবাদে আজ রোববার বেলা ১১টার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে নগরীর লক্ষীপুর মোড় বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত হোসেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা ও রাজশাহী জেলা আওয়ামী লীগে সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মহানগর যুবলীগের সভাপতি আবু সালেহ্, সাংবাদিক নেতা মামুনুর রশিদ ও তানজিমুল হক, পরিবেশবাদী সেলিনা খানম ও লিমা খাতুন, পবা উপজেলা পরিষদের সাবেক নারী কাউন্সিলর সুফিয়া বেগম, আই সভাপতি গোলাম নবী রনী, প্রকৌশলী খাজা তালুকদার ও এনজিও কর্মী সুব্রত পালসহ আরো অনেকে। সমাবেশ সঞ্চালনা করেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। এছাড়াও মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের জনগণ উপস্থিত ছিলেন।
ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধন ও সমাবেশে থেকে বক্তারা বলেন, চলতি মাসের ২ তারিখ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলীর স্ত্রী পারুল বেগম বিনা চিকিৎসার মৃত্যুবরণ করেন। এই কথা বলতে গেলে মুক্তিযোদ্ধাকে ইন্টার্ন ডাক্তাররা বুঁকে ও মুখে লাথি মারে। সেইসাথে লাঠিসোটা ও লোহার রড দিয়ে এলোপাতারি মারপিট করে। সেইসাথে তার ছেলেকে মারপিট করে পুলিশের হাতে তুুলে দেয়। শুধু তাই নয় ক্ষমতার দাপটে রোগীর পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা।
তারা আরো বলেন, রামেক হাসপাতালে ডাক্তার, নার্সরা প্রতিনিয়ত অমানবিক ব্যবহার করেন এবং কর্তব্যে সর্বদা অবহেলা করেন। রোগী ও রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহার, প্রায়শই ভুল চিকিৎসা প্রদান করে থাকে। এর ফলে অনেক রোগী মারা যাচ্ছে। ফলে সেই সকল পরিবার মহাবিপদে পড়ছে। এছাড়াও হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রায়শই লক্ষ করা যায়। তারা আরো বলেন, কথায় কথায় রোগীর স্বজনদের উপর হামলা, পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়।
এছাড়াও হাসপাতালে চলছে চরম অব্যবস্থাপনা, টেন্ডারবাজি, ওষুধ চুরি। চলছে নার্স ও কর্মচারীদের অভদ্র আচরণ। বক্তারা এ সকল বিষয়ের তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে দোষী ইন্টার্ন চিকিৎসক শোভন সাহা ও আব্দুর রহিমসহ সকল দোষিদের গ্রেপ্তার করে আইনের আততায় এনে শাস্তির দাবি জানান। এছাড়া সাতদিনে মধ্যে গণমাধ্যম কর্মীদের মেডিকেল কলেজ হাসাপাতালে প্রবেশ করার দাবি জানান তারা।
দোষী ইন্টার্ন ডাক্তার ও এর সঙ্গে জড়িতদের সাত দিনের গ্রেপ্তার ও সকল সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ করতে দেয়ার ব্যবস্থা না করলে সাতদিন পরেই হাসপাতাল ঘেরাও এবং সাংবাদিকদের নিয়ে হাসপাতালে প্রবেশ করবেন বলে উপস্থিত নেতৃবৃন্দ হুঁশিয়ারী দেন। সেইসাথে হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বিষয়ে কোন প্রকার সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ সভা ও মিছিল আর নয়; সরাসরি প্রতিবাদ ও পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান তারা।