ধূমকেতু প্রতিবেদক : মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীতে শুরু হলো তিন দিনব্যাপী বঙ্গবন্ধু কাপ বক্সিং প্রতিযোগিতা।
মঙ্গলবার দুপুর আড়াইটায় নগর ভবন গ্রীণ প্লাজায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রতিযোগিতা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা বক্সিং সমিতি এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনে জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন টুর্নামেন্টে মুখরিত রাজশাহীর খেলামাঠগুলো। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি বক্সিং খেলায়ও আগামীতে পৃষ্ঠাপোষকতা করা হবে। যাতে আমরা ভালো মানের বক্সিং খেলোয়াড় তৈরি হয়।
রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বক্সিং সমিতির সভাপতি তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন, ঢাকা এর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন্নবী অনু, রাসিকের ক্রীড়া স্থায়ী কমিটির সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মুসলিম গ্রæপ অব ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান মাসুম সরকার। সঞ্চালনা করবেন জেলা বক্সিং সমিতির সম্পাদক মোঃ শফিউল আজম মাসুদ।
অনুষ্ঠানে কবি আরিফুল হক কুমার, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, রাসিক মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর মেয়র মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, বিকেএসপি, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সিটি কর্পোরেশনসহ বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন এর এফিলিয়েটেড ক্লাব সমূহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।