ধূমকেতু প্রতিবেদক : আর্ন্তজাতিক সিডও দিবস উপলক্ষে রাজশাহী জেলা মহিলা পরিষদের উদ্যোগে এক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নগরীর কুমার পাড়া মহিলা পরিষদের পাড়া কমিটিতে এ উঠোন বৈঠকের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মহিলা পরিষদ সংগঠনের সভাপতি কল্পনা রায়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক অঞ্জনা সরকার।
সভায় বক্তারা আর্ন্তজাতিক সিডও দিবস নিয়ে আলোচনা করেন। এ সভায় দেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন মর্মে হাইকোর্টের ঐতিহাসিক রায়কে স্বাগত জানান হয়। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারী নীতিতেও বলা হয়েছে সমান অধিকারের কথা।
কিন্তুু সম্পত্তিতে এ দেশের হিন্দু নারীর উত্তরাধিকার প্রতিষ্ঠা পায়নি এতকাল। এ রায়ের ফলে হিন্দু নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেয়েছে বলে আমরা এই সভায় আনন্দিত। সেই সাথেই এই সভায় সিডও সনদের ২ এবং ১৬-১(গ) ধারা এখনও অনুমোদন এবং পূর্ণবাস্তবায়ন হয়নি সেই জন্য ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এই ধারার অনুমোদন ও পূর্ণবাস্তবায়নের জন্য দাবি জানান বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার নেত্রীবৃন্দ।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, সহ-সাধারন সম্পাদক নিলুফার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন, কার্যকরী কমিটির সদস্য নুরুন্নাহার পারভীন।