ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শালবাগান বিজিবি পার্টি পয়েন্ট অডিটোরিয়ামে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগর ও জেলার উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ এর সহ-সভাপতি এস এম মেহেদী হাসান।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আখতারুজ্জামান বাবু, সহ-সভাপতি শেখ রওশন আলী লালু, রাজশাহী জেলা সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক রজীব হোসেনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই সক্রিয়ভাবে মাঠে থেকে তারা কাজ করছেন। লিফলেট বিতরণ থেকে শুরু করে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা মাস্ক ও ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি রমজানে ইফতার বিতরণ এবং হতদরিদ্র-মেহনতি মানুষের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন তারা। শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় এখনও মানুষের সেবা করে যাচ্ছেন। আগামীতেও জনগণের পাশে থাকবেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। আলোচনা শেষে রাজশাহী শিল্পকলার উদ্যোগে তাদের শিল্পীবৃন্দের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।