ধূমকেতু নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদ দমনে কেনিয়া ১১৮ সামরিক যান কিনছে তুরস্কের কাছ থেকে। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, সাত কোটি মার্কিন ডলার ব্যয়ে এসব সামরিক যান পাচ্ছে আফ্রিকার এ দেশটি।
কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিপপরাহ কিয়কো গণমাধ্যমকে জানান, সোমালিয়ায় আল-শাবাব জঙ্গিদের দমনে তাদের সেনাবাহিনীর বেশ বেগ পেতে হচ্ছে।
এ কারণে তুরস্ক থেকে শতাধিক সামরিক যান কিনছেন তারা। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান কেনিয়ায় সামরিক যান বিক্রিতে আগ্রহ দেখায়।
এসব প্রতিষ্ঠান থেকে বাছাই করে তুরস্কের প্রতিষ্ঠান কাটমেরসিলার হিজিরকে সামরিক যান সরবরাহের কাজ দেওয়া হয়।
আল কায়েদার সমর্থক আল শাবাব সোমালিয়ায় প্রায়ই কেনিয়া-সোমালিয়া সীমান্তে সশস্ত্র হামলা চালিয়ে নাশকতা চালিয়ে আসছে।