ধূমকেতু নিউজ ডেস্ক : কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৬ জনকে টিকা দেয়ার মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম দিন ৩২ জনকে টিকা দেয়ার কথা থাকলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ৬ জনকে টিকা দেয়া হয়নি।
টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা মুহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রথমে পাঁচজনকে টিকা দেয়া হয়। তারা হলেন- কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কোস্তা, চিকিৎসক আহমেদ লুৎফুল নোবেল, স্বাস্থ্য অধিদফতরের এডিজি অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের কর্মকর্তা বিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
এরপর ধাপে ধাপে আরও ২১ জনকে টিকা দেয়া হয়। তারা হলেন- মো. মাজেদুল ইসলাম, সানজিদা সুলতানা, মো. আব্দুল হালিম, মোহাম্মদ এনামুল হাসান, মো. হামজা, শাম্মী আক্তার, মুহাম্মদ শাহজাহান, ডা. আল মামুন শাহরিয়ার সরকার, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা জাহিন, ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. আব্দুল কাদের খান, মেজর জেনারেল মাহবুবুর রহমান, মো. আব্দুর রহিম, কাজি জসিম উদ্দীন, মোশারফ হোসাইন, সাংবাদিক মাসুদ রায়হান পলাশ, মো. আল মাসুম মোল্লা, আমিরুল মোমেনীন, মিস মুন্নি খাতুন, মো. আশিকুল ইসলাম।