ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনায় বসবে না ইরান।
সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ ঘোষণা দেন। খবর ইরনার।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তার আগের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। তারা ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় রয়েছি আমরা।
খাতিবজাদে আরও বলেন, প্রথমেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কার্যকরি ও বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।
এর আগে পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে ৭টি শর্ত দিয়েছে তেহরান।
বাইডেন আগেই বলেছেন, দায়িত্ব নেওয়ার পর ২০১৫ সালের পরমাণু চুক্তি আবারও চালু করতে চান তিনি। সম্ভব হলে আগেরবারের চেয়ে আরও দীর্ঘমেয়াদি চুক্তি হতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা।
এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভিঞ্চিকে দায়িত্ব দিয়েছে ইরান।