ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ফাঁকা জায়গায় কাঁচা বাজার নির্মাণের দাবীতে মাননববন্ধন অনুষ্ঠিত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে নগরীর হড়গ্ররামম বাজারে এ মানববন্ধনের আয়োজন করে পশ্চিমাঞ্চল সচেতন এলাকাবাসী।
মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। সঞ্চালনায় ছিলেন, শামীম হাসান রকি।
বক্তারা বলেন, হড়গ্রাম কাঁচা বাজার নির্মাণের বিষয়ে আমরা বিগত ২৫ মার্চ ও ১০ আগষ্ট রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বরাবার ০৭ (সাত) টি বিকল্প জায়গার একটিতে কাঁচা বাজার নির্মাণের যৌক্তিক ও বাস্তব সম্মত প্রস্তাবনা পেশ করেছিলাম।
তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বরাবরই ঘোষণা দিয়ে বলেছেন, ‘উন্নয়ন কর্মকান্ডের ফলে মানুষের জীবন ও জীবিকায় যেন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে নজর দিতে হবে। উন্নয়নটা মানুষের জন্য, মানুষের ক্ষতি করে যেন এই উন্নয়ন না হয়।’
বক্তারা অধিক ঘনবসতিপূর্ণ সাবেক নন্দীপুকুর ও তার পার্শ্ববর্তী এলাকায় হড়গ্রাম কাঁচা বাজার নির্মাণ না করে ফাঁকা জায়গায় কাঁচা বাজার নির্মাণের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশার প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা এ্যাড. মনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা শেক মুজিবুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন উল্লাম প্রমুখ।