ধূমকেতু নিউজ ডেস্ক : যেখানে টিকে থাকাই মূল লক্ষ্য, সেখানে মুশফিক দেখাতে গেলেন বিশেষ কিছু। যেটি সচরাচর সীমিত ওভারের ক্রিকেটে দেখা যায়, সেই রিভার্স সুইপ মুশফিক করলেন এমন দেয়ালে পিঠ থাকা অবস্থায়। কর্নওয়ালের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় হয়ে কাইল মেয়ার্সের তালুবন্দী হল তাতে বিপদ আরও বাড়লো বাংলাদেশের। এখন বাংলাদেশ যেন ফলোঅন এড়াতে পারলেই বাঁচে।
দলের এমন বিপদের মূহুর্তে মুশফিকের মনে তখন কি চিন্তার উদয় হয়েছিল? ক্রিকেটের সবচেয়ে বোকা ভক্তও প্রশ্ন করবে, দল কোথায় আছে কেমন আছে সেটা কি ওদের জানা ছিলো না ? নাহলে মিঠুন-মুশফিকের এমন আত্নাহুতি কেন!
মুশফিকের এভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু লিখেছেন, ‘দলের এই অবস্থায় কেউ কি রিভার্স সুইপ খেলে আউট হতে পারে? চোখে দেখেও যে বিশ্বাস করা কঠিন! হায় আল্লাহ ! এও দেখতে হলো !’
রাজীব নামে একজন নিজের ফেসবুকে লিখেছেন, ‘এমনিতেই দলের অবস্থা খারাপ, মুশফিক এরকম রিস্কি শট খেলতে গেল কেন’।
কামরুল ইসলাম লিখেছেন, ‘মুশফিক আমাদের সিনিয়র ক্রিকেটার, কিন্তু যেভাবে তিনি আউট হলেন সেটা তার সাথে যায় না’।
জিকো নামে একজন লিখেছেন, ‘মুশফিকের আউট দেখে নিজেকে মাদকাসক্ত মনে হচ্ছে’।
মিরাজ নামে এক ভক্ত লিখেছেন, ‘এমন মুশফিককে দেখতে চাইনি আমরা, যে কিনা খেলার বর্তমান অবস্থা ভুলে যায়’।