ধূমকেতু প্রতিবেদক : আজ পয়লা ফাল্গুন। গাছে গাছে ফুটেছে বসন্তের ফুল। কুয়াশার আঁচল সরিয়ে ঋতুরাজ সোনালি রোদে ভরে দিচ্ছে আকাশ। প্রাণের উষ্ণতা সঞ্চার করছে শীতে মৃতপ্রায় প্রকৃতিতে। শিমুল-পলাশ-অশোকের শাখা ভরে উঠেছে রক্তিম ফুলের সম্ভারে। মাঝে বয়ে যাওয়া দমকা হাওয়ায় দুলে উঠছে সেই কুসুমশোভিত শাখা। ঝরে যাচ্ছে পুরোনো জীর্ণ মলিন পাতা। নতুন কিশলয়ের পসরা তরুলতায়। যেন নতুন হয়ে উঠেছে পুরোনো পৃথিবী।
মন উচাটন করা কুহু কুহু গান গাইছে কোকিল। প্রকৃতিতে জেগে ওঠা এই বিপুল প্রাণের স্পন্দন, বুনো ফুলের গন্ধমাখা বহতা বাতাস মানুষের মনেও এক অনির্বচনীয় গভীর আবেগ জাগিয়ে তোলে। ঘুচে যায় সকল দ্বিধা-সংকোচের বাধা। শীতে হতশ্রী প্রকৃতিকে লাবণ্য সুষমা ফিরিয়ে দেওয়ার জন্য যেমন ঋতুরাজ বলে বসন্তের খ্যাতি, তেমনি সে যৌবন ও প্রেমের ঋতু হিসেবেও সমাদৃত হয়েছে বাঙালির কাছে।
রাজশাহীর কৃত্রিম পরিবেশে বসন্তে প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য উপভোগে মেতেছে নগরবাসী। পোশাক-আশাকে থাকে রঙের বাহার। সাজসজ্জায় ফুলের সংযোগ।
নগরজুড়েই নানা আয়োজনে বসন্তবরণের উদ্যোগ রয়েছে। এরই অংশ হিসেবে সাজসজ্জায় ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে বসন্তবরণ ও ভ্যালেন্টাইন ডে উদযাপন করছে রাজশাহী কলেজ। রোববার সকাল ১০ টার দিকে কলেজ প্রাঙ্গণে একটি র্যালী বের করা হয়। র্যালীটি কলেজের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।