ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ২১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটি মোট ২ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড। কোম্পানিটির ৬ লাখ ২৫ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৭৩ লাখ টাকা।
বেক্সিমকো ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৫ লাখ ৪৮ হাজার ২০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৯৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রবি, লংকাবাংলা ফিন্যান্স, সামিট পাওয়ার,মীর আখতার, বিডি ফিন্যান্স, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।