নিজস্ব প্রতিবেদক : রাজশাহী টাইলস্ এন্ড মোজাইক মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি পদে আনসার উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান তুহিন নির্বাচিত হয়েছেন।
সোমবার রাজশাহী টাইলস্ এন্ড মোজাইক মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১১টি পদের মধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় ৯ জন নির্বাচিত হন। দু’টি পদে প্রত্যেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। যারমধ্যে সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান তুহিন ও সদস্য-১ পদে মোস্তাক আহমেদ বাবু নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিতরা হলেন, সভাপতি পদে আনসার উদ্দীন আহমেদ, সহসভাপতি মোহাম্মদ আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রাজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক আকতার হালিম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সদস্য-২ মামুনুর রশিদ মামুন, সদস্য-৩ রবিউল রহমান ও সদস্য-৪ পদে ইমদাদুল হক রকি।
নির্বাচন কমিটির আহবায়ক মুহাম্মদ ঘোরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।