ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যা-জ্ঞান লাভের জন্য মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর প্রতি আরাধনা করেন সনাতন ধর্মের শিক্ষার্থী ও ভক্তরা।
নন্দীগ্রাম কলেজ পাড়া রাধাগোবিন্দ মন্দিরে ও হিন্দুপাড়া রাধাগোবিন্দ মন্দিরে শিক্ষার্থীরা সরস্বতীপূজার আয়োজন করে। সেখানে উৎসবমুখর পরিবেশে সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২ টায় সরস্বতীপূজা মন্ডপ পরিদর্শন করেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল।
এসময় উপস্থিত ছিলেন, আনন্দ কুমার, আকাশ কুমার, তুষার কুমার অর্ক, লিখন কুমার, নিশি কুমার, পাপ্পু কর্মকার, রিংকি রাণী ও অর্পিতা রাণী প্রমুখ।