ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : বুধবার ১৬ ফেব্রæয়ারী নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩নং ভাবিচা ইউনিয়নের বিভিন্ন সরস্বতী পূজামন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি ছিলেন, ৩নং ভাবিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওবাইদুল হক।
বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান কবির রাজু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস আলী, ৯নং ওয়ার্ড সদস্য তুশিদ কুমার সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসসহ বিশেষ মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।
পুজা পরিদর্শনকালে ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক পুজারীবৃন্দের উদ্যেশ্যে বলে আপনারা সুন্দর ও সুশৃংখল ভাবে পূজা পালন করবেন। তিনি সর্বাত্তক সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং পূজারীবৃন্দকে ধন্যবাদ জানান।