ধূমকেতু নিউজ ডেস্ক : আয়ারল্যান্ডের ইমার্জিং দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন ইয়াসির আলী। মাত্র ৮ রানের জন্য শতরানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। হয়তো একটু ধরে খেললে সেঞ্চুরিটা পেয়ে যেতেন। ১১৫ বলে ৯২ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেছেন তিনি।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ইয়াসিরের দারুণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রথম ইনিংসে তিনশ’ ছাড়ানো রান (৩১৩) করে বাংলাদেশ ইমার্জিং দল।
প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৩৫ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা। ছয় উইকেট হাতে রেখে এখনও ১২৭ রানে পিছিয়ে আয়ারল্যান্ড উলভস।
প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দলের সাত ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁয়েছেন। তবে ইয়াসির ছাড়া কেউই হাফ সেঞ্চুরির দেখা পাননি। জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান ৪৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন সাইফ। তবে নেট সেশনে তার নড়বড়ে ব্যাটিং দেখে টিম ম্যানেজমেন্ট তাকে একাদশে রাখেনি।
এবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে কিছুটা ছন্দে ফেরার আভাস দিলেন। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান ৪১, মাহমুদুল হাসান জয় ৪২, তৌহিদ হৃদয় ৩৬, শাহাদাত হোসেন ২০ এবং আকবর আলী ১৯ রান করেন।
ফিফটি ছাড়িয়ে সেঞ্চুরির পথে ছিলেন ইয়াসির। ৯২ রানের সময় গ্রাথের বলে এলবিডব্ল হলে সেঞ্চুরির আশা শেষ হয়ে যায় তার। ইয়াসিরের ইনিংসে ছিল আটটি চার ও পাঁচটি ছক্কার মার। ৯০.৪ ওভার ব্যাটিং করে ৩১৩ রান করে বাংলাদেশ ইমার্জিং দল।
সফরকারী দলের মার্ক আদিয়ার ও গ্রাহাম হুম তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও সফরকারীরা লেগস্পিনার তানভির ইসলামের ঘূর্ণিতে নাজেহাল। ৩০ রানে এক উইকেট থেকে দিনশেষে ৩৫ রানে নেই চার উইকেট। মাত্র নয় রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তানভির।