ধূমকেতু প্রতিবেদক : আগামী ৭ এপ্রিল রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১০নং মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের মনোনয়নপত্র উত্তোলন করেছেন মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাগমারা উপজেলা আওয়াামী লীগের সদস্য ও মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক।
রোববার উপজেলার ভবানীগঞ্জে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলামের কাছ থেকে রেজাউল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় বাগমারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মাড়িয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সকল ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।