ধূমকেতু নিউজ ডেস্ক : ইউরোপ থেকে বিতাড়িত যেসব ইহুদিকে আরবরা করুণা করে আশ্রয় দিয়েছিলেন, একসময় তারাই চরম বিশ্বাসঘাতকতা করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে।
১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধে ইহুদিদের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল এসব কুখ্যাত ইসরাইলি চরদের। খবর আরটি ও জেরুজালেম পোস্টের।
এদের মধ্যে অন্যতম এলি কোহেন। কুখ্যাত এই ইহুদি গুপ্তচরকে দামেস্ক স্কয়ারে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। আর এ কারণেই সিরিয়াকে চিরশত্রু মনে করে ইসরাইল।
কুখ্যাত ওই ইহুদি চরের মৃত্যুর ৫৫ বছর পর সম্প্রতি নতুন করে আলোচনায় আসে রুশ সংবাদমাধ্যম আরটি তার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করার পর।
এতে দেখা যায়, দামেস্কের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এলি কোহেন। মিসরে শরণার্থী হিসেবে এসেছিল অনেক ইহুদি পরিবার। তেমনি একটি উদ্বাস্তু পরিবারের সন্তান এলি কোহেন আরব-ইসরাইল যুদ্ধে সিরিয়ার সব গোপন তথ্য পাচার করে ইহুদিদের কাছে।
ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী লেভি এশকল পরে স্বীকার করেন, মধ্যপ্রাচ্যের বুকে জন্ম নেওয়া ছোট এ ইহুদি রাষ্ট্রটিকে বাঁচিয়েছেন এলি কোহেনের মতো গুপ্তচররা।