ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলায় অযত্ন-অবহেলায় অভাবে হারিয়ে যাচ্ছে ৭১’র বধ্যভূমিগুলো। উপজেলায় ৩টি স্থানে বধ্যভূমি রয়েছে। তার মধ্যে শুধু রহনপুর রেল স্টেশনের পাশে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত বধ্যভূমির সীমানা প্রাচীর রয়েছে। তাছাড়া বোয়ালিয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে অবস্থিত ১৭ বীর মুক্তিযোদ্ধা ও ১৮ জন এলাকাবাসী শহীদদের স্মরণে করা স্মৃতি স্তম্বটি তৈরি করা হলেও সীমানা প্রচীর না থাকায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
প্রতিবছর স্বাধীনতা ও বিজয় মাস এলেই এ এ বধ্যভূমিগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়। বছরের বাকি সময় থাকে অযত্ন-অবহেলায়। স্বাধীনতার ৫০ বছর পরও সেগুলো সংরক্ষনের কোন উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। দিনদিন স্মৃতিস্তম্ভের কংক্রিট গুলো খসে পড়ছে।
উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নেজামুদ্দিন জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯ সেপ্টেম্বর সকালে ওই এলাকার প্রায় ৩’শ সাধারণ মানুষকে গণহত্যা করা হয়েছিল। যাদের মধ্যে ১৩৩ জনের নাম পরিচয় জানা গেলেও বাকিদের পাওয়া যায়নি। সেদিন ধর্ষিত হয়েছিল ওই এলাকার বহু নারী। এলাকার কয়েকজন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। যাদের মধ্যে ১১ জনের বাড়ি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে। বধ্যভূমি, গণকবর ও যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো এবং শহীদদের নামগুলো সঠিকভাবে সংরক্ষণের দাবি জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা।তারা জানান, জাতীয় স্বার্থে এসব স্থান সংরক্ষণ করা জরুরী।
১৯৭১ এ মুক্তিযুদ্ধ চলাকালীন গোমস্তাপুর উপজেলা ছিল ৭ নং সেক্টরের অধীনে। সে সময় পাকিস্তানি বাহিনী এ উপজেলায় বিভিন্ন স্থানে নৃশংসভাবে হত্যাকান্ড ঘটিয়েছিল। আর এ নির্মমতার রাজ স্বাক্ষী হয়ে আছে কয়েকটি বধ্যভূমি ও গণকবর। মুক্তিযুদ্ধে গোমস্তাপুর উপজেলায় কয়েকশো মুক্তিযোদ্ধাসহ প্রায় ১০ হাজারেও বেশি সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও রাজাকার আলবদর বাহিনী। যার সাক্ষী রহনপুর রেল স্টেশন এর পার্শ্বে বধ্যভূমি । ২০১৩ সালে বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন এর উদ্যোগে একটি স্মৃতিস্তম্ভ সহ গণকবরটি সীমানা প্রাচীর তৈরি করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান জানান, উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বধ্যভূমিগুলো সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।