ধূমকেতু নিউজ ডেস্ক : উইঘুর নারীদের হিজাব খুলতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পাকিস্তানে থাকা চীনা দূবাসের সাংস্কৃতিক উপদেষ্টা ঝাং হেকিং। টুইটারে তিনি একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা গেছে, এক স্বল্প বসনা চীনা নারী বেলি ড্যান্স করছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, হিজাব খুলুন, আপনার চোখ দেখতে দিন। সঙ্গে হ্যাশট্যাগ জিনজিয়াং ড্যান্স। এরপরই তিনি সমালোচনার মুখে পড়েন।
সোমবার দ্য প্রিন্ট জানিয়েছে, এমন ক্যাপশন আর ভিডিও শেয়ার করার পর পাকিস্তানে সমালোচনার মুখে পড়েন চীনা কূটনীতিক। এরপরেই টুইটটি মুছে দেন তিনি।
নাইলা এনায়েত নামে এক পাকিস্তানি তরুণী চীনা কূটনীতিকের ভিডিওটি টুইটে শেয়ার করেছেন। এতে তিনি লেখেন, যদি পাকিস্তান সরকারকে এই টুইটটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তাহালে তারা বলবে আমরা এই ব্যাপারে কিছুই জানি না।
মোহাম্মদ আনাস নামে এক পাকিস্তানি টুইটারে লিখেছেন, একজন মুসলিম হিসেবে ওই শব্দগুলো আমাকে আহত করেছে। হিজাব আমাদের কাছে পবিত্র একটি জিনিস। আরেক নেটিজেন লিখেছেন, এটা ভয়াবহ বক্তব্য। চীন যদি এমন ইসলামকে কটাক্ষ করা বক্তব্য দিতেই থাকে তাহলে পাকিস্তান-চীন সম্পর্ক বেশিদিন টিকবে না।