ধূমকেতু নিউজ ডেস্ক : পবিত্র শবে মিরাজ আজ। মহিমান্বিত এই রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহর সান্নিধ্য লাভ করে ধন্য হন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। তবে মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মানতে দেয়া হয়েছে কড়া নির্দেশনা।
১৪ ফেব্রুয়ারি থেকে রজব মাস শুরু হওয়ায় বৃহস্পতিবার রাতে শবে মেরাজ পালন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মানুসারীরা।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় বায়তুল মোকাররম মসজিদে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হবে বাদ জোহর। কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাতটি কাটান ধর্মপ্রাণ মুসল্লিরা।
এতে সভাপতিত্ব করবেন সংস্থার মহাপরিচালক ড. মুশফিকুর রহমান। আলোচনা করবেন জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ।