ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের বৌদ্ধদের উগ্রবাদী সংগঠন আরাকান আর্মিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। এই সন্ত্রাসী গোষ্ঠীটি হামলা চালানো বন্ধ করে দেশজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে রাজি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রয়াত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।
১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিজেদের চাপমুক্ত রাখতে প্রায় প্রতিদিনই সংগ্রাম করতে হচ্ছে। এর মধ্যেই এ সিদ্ধান্ত নিল দেশটির সামরিক জান্তা।
মিয়ানমারের মিরর ডেইলিতে বলা হয়েছে, ২০২১ সালের ১১ মার্চ থেকে এই গোষ্ঠীর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর দেশজুড়ে শান্তির জন্য উদ্দেশ্যের অংশ হিসেবে হামলা বন্ধ হবে।
দীর্ঘদিন ধরেই আরাকান আর্মি রাখাইন রাজ্যের বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই চালিয়ে আসছিল। গত দুই বছরে বিদ্রোহী এ গোষ্ঠীটি মিয়ানমারের বিদ্রোহী বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে সমীহ জাগানো নাম হয়ে উঠেছে। দেশটির সেনাবাহিনী প্রায় ৭০ বছর ধরে বিভিন্ন নৃ-গোষ্ঠীর বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।
আরাকান আর্মির অধিকাংশ সদস্যই রাখাইন নৃগোষ্ঠী ও স্থানীয় সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এর আগে আরাকান আর্মি নভেম্বরে সাময়িক অস্ত্রবিরতির বিষয়ে সম্মত হয়েছিল। সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়া নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও গোষ্ঠীটি সাড়া দেয়নি।