ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে স্বর্ণ ও ৬ লাখ ডলার ঘুসের অভিযোগ এনেছে দেশটির জান্তা সরকার। সু চি ক্ষমতায় থাকা কালে অর্থ নেন বলে দাবি করা হয়। তবে এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি সামরিক জান্তা।
বৃহস্পতিবার রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন।
এছাড়া দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ত ও কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এ সেনা মুখপাত্র।
১ ফেব্রুয়ারি মিয়ানমারের নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক সরকার। এরপর থেকে দেশটিতে লাগাতার বিক্ষোভ চলতে থাকে।
নির্বাচনে অনিয়ম হয়েছে, সামরিক বাহিনী এমন অভিযোগ আমলে না নিতে উয়িন মিন্ট মিয়ানমারের নির্বাচন কমিশনকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন এ ব্রিগেডিয়ার।
গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এনএলডি বড় ধরনের জয় পেয়েছিল। কিন্তু দলটির জয়ের স্বীকৃতি না দিয়ে নির্বাচনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলে সামরিক বাহিনী। এই অভিযোগ সামনে রেখেই শেষ পর্যন্ত ক্ষমতা দখল করে তারা।