ধূমকেতু নিউজ ডেস্ক : নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজন না আসায়, বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন ডানহাতি ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। সেই সফরে বাংলাদেশ দলকে ২-০’তে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়েই দেশে ফিরেছে ক্যারিবীয়রা।
আর এই হোয়াইটওয়াশের পুরস্কারও হাতেনাতে পেয়ে গেলেন ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রাথওয়েট। তাকে এবার স্থায়ী অধিনায়ক করার ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারকে সরিয়ে ব্রাথওয়েটকে নতুন টেস্ট অধিনায়ক করেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২১ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসন্ন টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ব্রাথওয়েটের স্থায়ী অধিনায়কত্বের অধ্যায়।
এর আগে হোল্ডারের অবর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সাত ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ব্রাথওয়েট। এবার পূর্ণাঙ্গ অধিনায়কত্ব পেয়ে তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। আমি সত্যিই অনেক বেশি গর্বিত এবং কৃতজ্ঞ যে ক্রিকেট বোর্ড আমাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেছে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতার ধারাবাহিকতা লঙ্কানদের সঙ্গেও ধরে রাখতে চান ক্যারিবীয়দের নবনিযুক্ত অধিনায়ক, ‘সম্প্রতি বাংলাদেশে টেস্ট সিরিজ জেতাটা অসাধারণ অর্জন ছিল। আমি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য মুখিয়ে রয়েছে। আমার বিশ্বাস আছে, এই দল সামনে অনেক কিছু জিততে পারবে।’
ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার সাফ জানিয়েছেন, মূলত নিয়মিত দলের বেশ কয়েকজনকে ছাড়াই বাংলাদেশের মাটিতে সিরিজ জেতার কারণেই ব্রাথওয়েটকে স্থায়ী অধিনায়কত্ব দেয়ার চিন্তা এসেছে তাদের ভেতর। সামনের দিনগুলোতে নতুন অধিনায়কের কাছ থেকে একই আশা রেখেছেন হার্পার।
এদিকে বিদায়ী অধিনায়ক জেসন হোল্ডারকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালে দায়িত্ব নেয়ার পর প্রায় সাড়ে পাঁচ বছর দলের অধিনায়কত্ব করেছেন হোল্ডার। এসময়ের মধ্যে ৩৭ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ১১টিতে। বাকি ম্যাচগুলোতে ৫ ড্রয়ের বিপরীতে মিলেছে ২১টি পরাজয়।