ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের চাপায় আহাদ মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে একই দিন দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশীউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাদ জেলা শহরের সরকারপাড়ার আরফুজ মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য ছিল বলে জানা গেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা নাদিম নামের আরও এক আরোহী আহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে আহাদ ও তার বন্ধু নাদিম একটি মোটরসাইকেল নিয়ে সুলতানপুর যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের উরশীউড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিশ্বরোড অভিমুখী পিকআপভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, কয়েকজন যুবক আহতদের হাসপাতালে নিয়ে আসে। তারপর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত আহাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত আহাদকে ঢাকা নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিকআপভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।