ধূমকেতু নিউজ ডেস্ক : দফায় দফায় বৃষ্টিতে দুইবার বন্ধ হয়ে গেল বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে ঠিক সময়ে শুরু হলেও বিপত্তি আসে এই বৃষ্টিতে। খেলার প্রথমে ১৩তম ওভারের দ্বিতীয় বল করার পর আর এবার ১৮তম ওভারের পঞ্চম বল করার নামল বৃষ্টি।
যার ফলে ঢেকে দেয়া হয়েছে মাঠ, বন্ধ করে দেয়া হয়েছে খেলা।
শেখ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে মাত্র ২৭ বলে ৬২ রান যোগ করেছেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস।
বাংলাদেশের একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, ইশ সোধি, হামিশ বেনেট, অ্যাডাম মিলেন।