ধূমকেতু নিউজ ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত নিউরোলজিস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (এনআইএনএস) হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে এনআইএনএস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজে স্নায়ুরোগ বিভাগের অধ্যাপক পদে যোগদান করেন। ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্বপালন করেন।
পরবর্তীতে তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক পদে নিযুক্ত হন। ২০১৯ সালে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনসের সভাপতি নির্বাচিত হন।