ধূমকেতু নিউজ ডেস্ক : কথা ছিলো মুম্বাই যাবেন। সেখানে অংশ নেবেন ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে৷ কিন্তু পৃথিবীজুড়ে মহামারী সৃষ্টি করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গৃহবন্দী সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা রিয়াজ৷
দেশ ত্যাগ করার আগে করোনা পরীক্ষা করার নিয়ম করা হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ।
গেল ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি৷
তবে এ নায়ক তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে গিয়ে সুখবরই দিলেন। আগের চেয়ে বেশ ভালো আছেন তিনি৷ দ্বিতীয়বার পরীক্ষা করিয়ে সেখানে অবশ্য করোনা পজিটিভই এসেছে৷ তবে শারীরিক উন্নতিটা উপলব্ধি করতে পারছেন।
দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
পাশাপাশি অসুস্থ থাকা চলচ্চিত্রের দুই কিংবদন্তি শিল্পী ফারুক ও কবরীর জন্যও দোয়া চেয়েছেন তিনি সবার কাছে৷
সবাইকে সাবধান ও নিরাপদ থাকার বার্তা দিয়ে রিয়াজ বলেন, ‘করোনা ক্রমশই মারাত্মক আকার ধারণ করছে৷ সবাইকে সাবধানে থাকতে হবে৷ শোবিজের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সবার সুস্থতা কামনা করি। দেশের সবাই সুস্থ থাকুক প্রার্থনা করি।’
এদিকে ঢাকাই সিনেমার এক সময়ের হার্টথ্রব নায়ক রিয়াজ অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে৷ দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমায় ‘দুই দুয়ারী’খ্যাত এ নায়ককে দেখা যাবে র্যাব অফিসারের ভূমিকায়।
আর ‘বঙ্গবন্ধু’ সিনেমায় রিয়াজ অভিনয় করছেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের চরিত্রে৷ এরইমধ্যে বেশ কিছু অংশের শুটিংও শেষ করেছেন তিনি শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমার৷