ধূমকেতু প্রতিবেদক, জাহিদ হাসান সাব্বির : গ্রন্থাগার প্রতিষ্ঠার কারণ জানতে চাইলে জননী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক রিন্টু ধূমকেতু নিউজকে জানান, বই না পাওয়ার কারণে আমার প্রতিবেশী আইয়ুব আলী নামের এক কাঠুরের মেয়ের পড়াশুনা বন্ধ হয়ে যায়। এই ঘটনাটি দাগ কাটে আমার মনে। আমার বাবাও খুব বই পড়তেন। বাবার প্রেরণাতেই সেই থেকেই আমার মধ্যে গ্রন্থাগার তৈরীর পরিকল্পনা শুরু হয়। আমার উদ্দেশ্য ছিল সকলের কাছে বই পৌঁছে দেয়া। এভাবেই ১৯৯৬ সালের ২রা জানুয়ারি জননী গ্রন্থাগারটির প্রতিষ্ঠা করা হয়।
রাজশাহীর কয়েরদাড়াস্থ জননী গ্রন্থাগারে ধূমকেতু নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি ধূমকেতু নিউজকে বলেন, ২৫ টাকার র্যাক ও ৩০টি বই দিয়ে শুরু গ্রন্থাগার তৈরীর কাজ। বাবার জমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এই জমিটি। এখন সেই জমির উপরই গ্রন্থাগারটি নির্মিত করেছেন তিনি। পরবর্তীতে সেই জমিটি তিনি জননী গ্রন্থাগারকে দান করেছেন। তিনি বলেন, এই জমি এখন আমার নয় এটি গ্রন্থাগারের।
যুবসমাজের কাছে বই পড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি ধূমকেতু নিউজকে বলেন, বই’ই মানুষের একজন সত্যিকার বন্ধু এবং গ্রন্থাগার একটি সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রতিষ্ঠান।
অবকাঠামো ছোট বিষয়ে তাকে জিজ্ঞাস করা হলে তিনি ধূমকেতু নিউজকে জানান, অবকাঠামো তৈরীতে সরকারিভাবে কিছু অনুদান পেয়েছিলাম, কিন্তু তা খুবই স্বল্প। বর্তমানে আরো কিছু সহায়তা পেলে ভবিষ্যৎতে অবকাঠামোগত উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজশাহীর কয়েরদাড়ায় একটি কক্ষে ২৫বছর থেকে চলছে জননী গ্রন্থাগারের কার্যক্রম। সাংস্কৃতিকমনা এবং বই প্রেমী মানুষের প্রথম পছন্দ গ্রন্থাগার। কালের পরিক্রমায় এবং ডিজিটালাইজেশন এর এই যুগে যখন মানুষ বিনোদনের পথ হিসেবে বিভিন্ন টেকনোলজিকে বেছে নিচ্ছে ঠিক তখনই একটু চোখ মেললেই দেখা মিলবে কিছু ঘর (গ্রন্থাগার) যার মধ্যে সারি সারি সাজানো থাকে বই। বই গুলো ঠিক আগের মতই আছে কিন্তু নেই বই গুলো পড়ার মানুষ।
এ সমাজে বড়ই অভাব একজন বই প্রেমির। কিছু মানুষ এখনও রয়েছে যাদের আপ্রাণ প্রচেষ্টায় কিছু লাইব্রেরি এখনো টিকে রয়েছে। রাজশাহীর কয়েরদাড়ায় জননী গ্রন্থাগারে যেয়ে দেখা যায় সেখানেও একজন বই প্রেমি মানুষ আমিনুল হক রিন্টু তার একন্ত প্রচেষ্টায় এখনো টিকিয়ে রেখেছে একটি গ্রন্থাগার। সাথে রেখেছে নতুন প্রজন্মের শিশু কিশোরদের, সেই সাথে রয়েছে সমাজের কিছু সাংস্কৃতিক মনা মানুষ।
গ্রস্থাগারে বই পড়ছিলেন বি.এম স্কুল এন্ড কলেজের প্রভাষক পারভিন খাতুন। তিনি ধূমকেতু নিউজকে বলেন, জন্মলগ্ন থেকেই আমি জননী গ্রন্থাগারের সাথে জড়িত। বই পড়ার আগ্রহ এই গ্রোন্থাগারের মধ্যমেই আমি রপ্ত করি। আমি এখানে বঙ্গবন্ধুর বই গুলো পড়ি কারণ এই গ্রন্থাগারে বঙ্গবন্ধুর বিভিন্ন বই এর সমাহার রয়েছে। তাছাড়াও গল্পের বই, ধর্মীয় বইগুলো এখানে পাওয়া যায় সেগুলোও পড়ি।
জননী গ্রন্থাগারের সহ-সভাপতি রিজিয়া খাতুনের সাথে ধূমকেতু প্রতিবেদক কথা বললে তিনি জানান, ২০০১ সাল থেকে তিনি জননী গ্রন্থাগারের সাথে জড়িত। একটি পরিবারের মত এখানকার সবাই। আর বইকে ভালোবাসা থেকেই এমনটা। এই গ্রন্থাগারে প্রায় ৫ থেকে ৬ হাজার বই রয়েছে। প্রতিদিন এই গ্রন্থাগারে ৩০ থেকে ৪০ জন সদস্য বই পড়তে আসে। গ্রন্থাগারটি বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।