ধূমকেতু প্রতিবেদক, ফায়সাল মোহাম্মদ শিশির : রাজশাহীর পবা উপজেলার বাগধানীতে প্রায় দুই শতক জায়গার উপর দাড়িয়ে আছে বাগধানী ঐতিহাসিক শাহী জামে মসজিদ। প্রায় ৪০০ থেকে ৪৫০ বছরের পুরাতন একতলা বিশিষ্ট এবং ৩০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদটি। মসজিদটিতে রয়েছে বিশালাকার ৩টি গম্বুজ এবং ৪টি মিনার। মসজিদটির পারিপার্ষিক কারুকাজ ফরাসি ধাচের এবং শিলালিপিগুলোও ফরাসি ভাষায় লিপিবদ্ধ।
বাগধানী ঐতিহাসিক শাহী জামে মসজিদ কত সালে স্থাপিত এবং বর্তমানে মসজিদের খরচ চলে কিভাবে? এমন প্রশ্নের জবাবে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ গোলাম মুর্শেদ ধূমকেতু নিউজকে জানান, মসজিদটির দেয়ালে ফরাসি ভাষায় সালটি লেখা রয়েছে। এ থেকে ধারণা করা হয় মসজিদটির আনুমানিক বয়স ৪০০ থেকে ৪৫০শ বছর। মুন্সিয়ানা আয়াতুল্লা বাগধানীর তৎকালীন জমিদার এ মসজিদটি নির্মাণ করে বলে লোকমুখে শোনা যায়। এলাকার সকলে মিলে মসজিদটি দেখা শোনা করে এবং তারা এটি পরিচালনা করে। সকলের দেয়া দানে এই মসজিদটি পরিচালিত হয় এবং মোয়াজ্জিন ও ইমামের বেতন ভাতা এর মধ্যে থেকেই দেয়া হয় যা খুবই সামান্য পরিমাণ।
সারকারিভাবে কোন আর্থিক অনুদান পেয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ইমাম ধূমকেতু নিউজকে আরও বলেন, সরকারিভাবে মসজিদটির জন্য কোন রকমের বরাদ্দ দেয়া হয়নি কখনো, কোন অনুদানও পাওয়া যায়নি আজ পর্যন্ত। মসজিদটির যে অবকাঠামোগত উন্নয়ন সেগুলো সবটাই করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর সহায়তায় এক এক করে মসজিদটির উন্নয়ন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিদেরও মসজিদটি সংস্কারে কোন ভূমিকা নাই।
মসজিদটিতে নামায পড়তে আসা একজন মুসল্লি ধূমকেতু নিউজকে বলেন, মসজিদটি জন্মের পর থেকেই দেখছি। আগে মসজিদটির খুবই বেহাল দশা ছিল। কিন্তু বর্তমানে এটি আমরা নিজেরা উদ্যোগ নিয়ে সংস্কার করেছি। এরপরও অনেক কাজ বাকি রয়েছে যা আর্থিক সংকটের কারণে সম্ভব হচ্ছে না।
মসজিদ কমিটির এক সদস্য আবুল কালাম আজাদ জানান, মসজিদটি একসময় বটগাছের নিচে চাঁপা পড়েছিলো। এখানে জঙ্গল ছিল অনেক। এলাকার মানুষ ভয়ে এখানে আসতো না। পরবর্তীতে আমরা এলাকার কিছু সংখ্যক মানুষ সাহস করে গাছ কেটে জঙ্গল পরিষ্কার করে দেখতে পাই কারুকাজে সজ্জিত এই মসজিদটি। মসজিদের উপরে ও ভিতরে জঙ্গলা গাছ-গাছরা ছিল অনেক। প্রথমে আমরা কিছু সংখ্যক মানুষ এই মসজিদটি পরিষ্কার করে নামাজ পড়া শুরু করি। তারপর থেকেই আসতে আসতে এলাকার মানুষ নামাজ পড়তে আসে এখানে।
মসজিদের উন্নয়ন কিভাবে হয়েছে? প্রশ্নের জবাবে তিনি ধূমকেতু নিউজকে বলেন, এলাকাবাসীর সহায়তা ও প্রচেষ্টায় একটু একটু করে উন্নয়ন করা হয়েছে মসজিদটির। এই মসজিদে মহিলাদের নামাজ আদায়ের জন্যেও সু-ব্যবস্থা রয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে মসজিদটির। সরকারী সহায়তা পেলে আরও উন্নয়ন করে পর্যটন মসজিদ হিসেবে রূপান্তরিত করা যাবে বলেও জানান তিনি।
প্রাচীন মসজিদ হিসেবে দেশ-বিদেশের পর্যটক এখানে আসে কিনা বা তারা কোন আর্থিক সাহায্য প্রদান করে কিনা? প্রশ্নের জবাবে আবুল কালাম ধূমকেতু নিউজকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসে এই মসজিদ পরিদর্শনে। এমনকি দেশের বাইরে থেকেও অনেক পর্যটক আসে। যারা অনেকেই মসজিদের চতুর্দিক ও ভিতরের কারুকাজের ছবি তুলেও নিয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত কেউ কোন আর্থিক সহায়তা প্রদান করেনি। সরকারী সহায়তা পেলে হয়তো পর্যটন মসজিদ হিসেবে রূপান্তরিত করা যাবে বাগধানী ঐতিহাসিক শাহী জামে মসজিদটিকে বলেও জানান তিনি।