ধূমকেতু নিউজ ডেস্ক : ইফতারে ঠান্ডা শরবত দেহ ও মনে মহূর্তেই প্রশান্তি আনে। প্রতিদিনই হয়তো ইফতারে লেবুর শরবত খেয়ে থাকেন অনেকেই। একদিন না হয় স্বাদ পাল্টে ফেলুন!
ঘরেই খুব সহজে তৈরি করে নিন জাফরানি শরবত। এ শরবতে ব্যবহৃত সব উপাদনই স্বাস্থ্যের জন্য উপকারী। সারাদিন রোজা রাখার পরে এ শরবত একবার খেলে আপনার শরীরে প্রয়োজনীয় সব পুষ্টি মিলবে একসঙ্গে।
মাত্র ৫ উপাদান দিয়েই তৈরি করে নেওয়া যায় সুস্বাদু এ শরবত। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ
১. দুধ ১ লিটার
২. জাফরান কয়েকটি (২ চামচ দুধে ভিজিয়ে রাখতে হবে)
৩. বাদাম ২০-২৫টি
৪. চিনি পরিমাণমতো
৫. এলাচ গুঁড়ো আধা চা চামচ