ধূমকেতু প্রতিবেদক : পবার নওহাটা পৌরসভার মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেন গতকাল ৭ নং ওয়ার্ডের ভূগরইল বটতলা জামে মসজিদের ২য় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন।
এ ছাড়াও তিনি বায়াপাড়ার বিএনপির প্রবীন নেতাদের সাথে কুশল বিনিময় করেন। এসময়ে অত্র ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ানসহ অত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময়ে মেয়র বলেন, নওহাটা প্রতিষ্ঠাকালীন সময়েও তিনি মেয়র ছিলেন। সে সময়ে অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছিলেন। এবার এ মেয়াদেও তিনি মসজিদ, গোরস্থান, শ্বশান ও মন্দিরের ব্যাপক উন্নয়ন করেছেন বলে জাানান তিনি।
তিনি আরো বলেন, আগামী ডিসেম্বর মাসে পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে জনগণ চাইলে আবারও নির্বাচিত হয়ে জনগণের সেবা করবেন বলে আশাব্যক্ত করেন মেয়র।