ধূমকেতু নিউজ ডেস্ক : করোনায় বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে গৃহীত নতুন পরিকল্পনার আওতায় সীমান্ত খুলে দিচ্ছে থাইল্যান্ড। এতে বিদেশি পর্যটকরা থাইল্যান্ডে গিয়ে ৯০ দিন থেকে ২৭০ দিন (৯ মাস) অবস্থান করতে পারবেন। খবর: ব্যাংকং পোস্ট।
বিশেষ এ পর্যটক ভিসা প্রকল্পের মাধ্যমে ১২ বিলিয়ন আয় হবে বলে আশা করছে দেশটির সরকার।
তবে থাইল্যান্ডে পৌঁছার পর অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আগামী মাসে থাই সরকারের নতুন এ প্রকল্প কার্যকর করা হবে যার মেয়াদ শেষ হবে আগামী বছরের নভেম্বরে।
থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা মঙ্গলবার বলেছেন, মন্ত্রিসভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে। থাইল্যান্ডে দীর্ঘ সময় অবস্থান ও ভ্রমণ করতে আগ্রহী কিংবা এখানকার চিকিৎসা সেবা নিতে চান এমন পর্যটকদের জন্য এ প্রকল্প হাতে নেয়া হয়েছে।