ধূমকেতু প্রতিবেদক, পাবনা : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পাবনা অঞ্চলের করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যসায়ীদের মাঝে আর্থিক প্রণোদনার চেক বিতরণ করা হয়।
সোমবার দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে সভাকক্ষে প্রথম পর্যায়ে জেলার ১৮ জন ক্ষতিগ্রস্ত বস্ত্রজাত, খাদ্যজাত ও ক্ষুদ্র মৎস্য বসায়ীদের মাঝে বিভিন্ন পরিমানে প্রায় ৫০ লক্ষ টাকার আর্থিক চেক বিতরণ করা হয়।
এসময় ঋণপ্রাপ্তি ব্যবসায়ীদের হাতে চেক তুলেদেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহামুদ ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পাবনা এর উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা খাতুন, বিসিক পাবনা অফিসের হিসাব কর্মকর্তা এবিএম আনিসুজ্জামান ও অফিস সহকারি মোস্তফা কামাল প্রমুখ।
সারা বাংলাদেশের বিসিক শিল্প করপোরেশন ৬৪ জেলাতে একশো কোটি টাকা সরকারি ভাবে বরাদ্দ পেয়েছেন। এরই আলোকে পাবনা (বিসিক) শিল্পসহায়ক হিসাবে এই অঞ্চলের বরাদ্দকৃত অর্থদিয়ে ১৮ জন ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র বিভিন্ন পেশার ব্যবসায়ীদের এই ঋণ প্রদান করেন। ঋণ প্রাপ্তি ১৮ জনের মধ্যে ৪ জন নারী ও ১৪ জন পুরুষ ব্যবসায়ী রয়েছেন।
ঋণ প্রাপ্তিদের মধ্যে ১১ জন বস্ত্রজাত, ৩ জন খাদ্যজাত, ২ জন মৎস্যজাত ও ২ জন ইলেকট্রনিক্স মালামাল তৈরি ও বাজারজাতকরণ ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। এই ব্যবসায়ীদের ধরণ ও ক্ষতির পরিমান বিবেচনা করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ও সর্বনিন্ম ১ লক্ষ টাকা ৪% সল্প সুদে এই ঋণ প্রদান করা হয়।