ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন দেশটির বাঁহাতি পেসার জুনায়েদ খান।
এবার দলের অধিনায়ক ও প্রধান কোচের বিরুদ্ধে আঙুল তুললেন তিনি।
জুনায়েদ বলেছেন, কোচ-অধিনায়কের পছন্দের মানুষ হলেই কেবল পাকিস্তান দলে সুযোগ মেলে।
সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন পেসার জুনায়েদ।
পাকিস্তান দলে বরারবই উপেক্ষিত জুনায়েদ। তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি তিন বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেও কখনই বিশ্বকাপে খেলতে পারেননি।
সেই সময় এ নিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছিলেন।
এর পরও জাতীয় দলে সুযোগ হচ্ছে না তার। সম্প্রতি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওপর ফের ক্ষোভ ঝাড়লেন তিনি।
বললেন, ‘আমার মতো ছোট শহরের ক্রিকেটাররা পাকিস্তান দলে সবসময় উপেক্ষিত। কোচ ও অধিনায়কের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই জাতীয় দলে সুযোগ পাওয়া যায়। তাদের প্রিয়পাত্র না হলে আসা-যাওয়ার মধ্যেই থাকতে হবে ক্রিকেটারদের। ’
জুনায়েদ হতাশার সুরে বলেন, ‘আমি একসময় তিন ফরম্যাটেই পাকিস্তান দলে নিয়মিত ছিলাম। বিশ্রাম চাইলেও পেতাম না। তার পর একটা সময় আসে, যখন আমি গুডবুক থেকে ব্যাডবুকে চলে যাই। সেই থেকে উপেক্ষা শুরু হয়ে যায়। পারফর্ম করলেও পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না আমাকে।’
পাকিস্তানের হয়ে ২২ টেস্ট, ৭৬ ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন জুনায়েদ খান। টেস্টে ১১ ও ওয়ানডেতে ১১০ উইকেট শিকার করেছেন তিনি। ৯ টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৮ উইকেট।