ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহী চারঘাটের বাঁকরা বাজারে যাওয়ার পথে ক্ষমতার মোড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মোখলেছুর রহমান (৪০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ,ট্রাকের চালককে আটক করা হয়েছে। বাঁকরা উত্তরপাড়া গ্রামের আসতুল রহমানের ছেলে মখলেছুর রহমান (৪০)।
এলাকাসূত্রে জানা যায়, শনিবার সকালে সাইকেল আরোহী মখলেছুর রহামান নিজ বাড়ি থেকে সাইকেল যোগে বাঁকরা বাজারে যাওয়ার পথে ক্ষমতার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৮১৮৭) চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে চারঘাট থানার উপ-পরিদর্শক অপূর্ব কুমার ঘোষ ঘটনাস্থলে পৌছালে ঘাতক ট্রাক ও ট্রাক চালক হেলালকে আটক করে। এ ব্যাপারে চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম জানান দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও ট্রাক চালক হেলালকে আটক করে। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।