ধূমকেতু প্রতিবেদক : বিগত রোববার (৯ মে),২০২১ আনুমানিক রাত পৌনে ১০টার সময় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র,সাবেক এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক রাসিক মেয়র, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, বিগত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী- ৩ (পবা মোহনপুর) আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।