ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জাতিসংঘ ঘোষিত ও বিশ্ব বধির সংস্থার স্বীকৃত মতে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস-২০২০ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত। বুধবার নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ‘ইশারা ভাষার সাথে সকলেই অন্তর্ভূক্ত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বধির সংঘের ভারপ্রাপ্ত সভাপতি শফিউর রহমান সেলিম, সহ-সভাপতি শ্রী রামু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, কোষাধ্যক্ষ আব্দুল মতিন প্রমুখ।
এদিকে, আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে আগামীকাল ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বধির সপ্তাহ উদযাপন করা হবে। এদিন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রেজিষ্ট্রেশন ফি সহ অফিসে যোগাযোগের জন্য বলা হয়েছে। অফিসের ঠিকানা : রাজশাহী জেলা বধির সংঘ, সুজাউদ্দৌলা চত্বর, আলহাজ্ব সুজাউদ্দৌলা, সপুরা, রাজশাহী।