ধূমকেতু প্রতিবেদক, ঈশ্বরদী : দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তার প্রতিবাদ এবং তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে ঈশ্বরদীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদীতে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী রেলওয়ে গেট চত্বরে বিশাল মান্ববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, দৈনিক সংবাদের ঈশ্বরদী প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, চ্যানেল আই ও দৈনিক যুগান্তরের পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, দৈনিক অবজারভারের ঈশ্বরদী প্রতিনিধি খন্দকার মাহাবুবুল হক দুদু, দৈনিক করতোয়ার ঈশ্বরদী প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক যায়যায়দিনের ঈশ্বরদী প্রতিনিধি অধ্যাপক হাসানুজ্জামান, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, দৈনিক দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান, বাংলাদেশ পোষ্টের কুটনৈতিক প্রতিবেদক আরিফুল ইসলাম আরিফ, ঈশ্বরদী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আসাদুর রহমান বীরু, সাপ্তাহিক আমাদের ঈশ্বরদীর সম্পাদক দেব দুলাল রায়, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক আলহাজ্ব সুমার খাঁন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সংস্কৃতি কর্মী অরনী বাবু, প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্টু, সমকাল সহৃদ সমাবেশের সভাপতি আর কে বাবু, মানাব সভাপতি মাসুম পারভেজ কল্লোল প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি রেলগেট চত্বর থেকে শুরু হয়ে থানার সামনে হয়ে আবার রেলগেট চত্বরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠিত কর্মসূচীতে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।