ধূমকেতু প্রতিবেদক, লালপুর : প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক ও আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে ও তাকে আটক রেখে হেনস্থা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাটোরের লালপুরে কর্মরত সকল সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২০মে) সকালে ঈশ্বরদী-বাঘা সড়কের লালপুর ত্রীমোহিনীতে উত্তরা ব্যাংক এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, সাপ্তাহিক পদ্মপ্রবাহের সম্পাদকও প্রকাশক প্রভাসক মোজাম্মেল হক, সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম লিটন, এহসানুল করিম তুহিন, জমিরুল ইসলাম, প্রথমআলো লালপুর বন্ধুসভার সভাপতি নুর ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার সুজন প্রমূখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ তাকে হেনস্থা ও হয়রানি কারীদের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানানো হয় অন্যথায় সারা দেশের সাংবাদিকদের সাথে রাজপথে থেকে আন্দলোনে অংশ নেয়ার হুশিয়ারী দেয়া হয়।