ধূমকেতু প্রতিবেদক : ২০২০ সাল থেকে বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। প্রতিনিয়তই মৃত্যুর মিছিলে সামিল হচ্ছেন হাজার হাজার মানুষ। বর্তমান পরিস্থিতিতে প্রাণের ভয়ে করোনা আক্রান্ত রোগীর কাছ থেকে দূরে চলে যাচ্ছেন তার বাবা, মা, বোন, স্বামী, স্ত্রী ও আত্মীয়-স্বজনরা। অথচ এই করোনা মহামারীর মধ্যেই নিজের জীবনের মায়া না করে ডাক্তারের পাশাপাশি সহযোদ্ধা হয়ে করোনা আক্রান্ত স্বামীর সেবা করে তাকে সুস্থ করে তুলেছেন এক মহিয়সী নারী।
তিনি হলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আমরা নতুন প্রজন্মের প্রধান পৃষ্টপোষক আজিজুল আলম বেন্টুর স্ত্রী নাসিমা আলম লিপি।
গত বছর ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই আজিজুল আলম বেন্টু করোনা আক্রান্ত রোগীসহ সাধারণ জনগণের মাঝে খাবার ও নগদ অর্থ পৌছে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি ধূমকেতু নিউজকে জানান, সেবার ব্রত নিয়ে রাজনীতিতে আসি। আমরা নতুন প্রজন্ম নামে আমার একটি সামাজিক সংগঠন আছে। এই সংগঠনের মধ্য দিয়ে বরাবরের মতই মানুষের সেবায় নিয়োজিত আছি। এক প্রকার দায়িত্ব বোধ থেকেই মানব সেবায় এগিয়ে যায় বলে জানান তিনি।
স্বামী আজিজুল আলম বেন্টুর করোনা মহামারীতে সেবামূলক কাজকে কেন্দ্র করে স্ত্রী নাসিমা আলম লিপির অনুভূতি জানতে চাইলে তিনি ধূমকেতু নিউজকে জানান, সে সময় ভীষণ ভয় হতো, রাগও হতো। শেষ রক্ষা হয়নি পরবর্তীতে সেই ভয়ই সত্যি হয়ে দাঁড়ায়।
কবে করোনা আক্রান্ত হন? সে বিষয়ে জানতে চাইলে আজিজুল আলম বেন্টু ধূমকেতু নিউজকে জানান, তিনি সস্ত্রীক ও ছোট শ্যালককে সাথে নিয়ে বিশেষ কারণে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নিজস্ব পরিবহনে। পথিমধ্যে করোনার সিমটমস জ্বর, কাশি দেখা দেয়। কষ্টকর পরিস্থিতিতেই ঢাকায় পৌঁছান তিনি। সেখানে এক বন্ধুর সহযোগিতায় ২৭ আগষ্ট করোনা পরীক্ষার জন্য চার জনের নমুনা দেন তারা। পরের দিন রিপোর্টে সবার নেগেটিভ আসলেও করোনার ভয়াল থাবা থেকে বাঁচতে পারেননি আজিজুল আলম বেন্টু। রিপোর্ট পাওয়ার পর ভাগনীর সহযোগিতায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন তিনি।
স্বামী করোনায় আক্রান্ত হওয়ার পর স্ত্রী নাসিমা আলম লিপির অনুভূতি জানতে চাইলে তিনি ধূমকেতু নিউজকে আরো বলেন, খুবই ভীত হয়েছিলাম। এরপর আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করি। ঐ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে স্বামীর সঙ্গেই এক কেবিনে থেকে তার সহযোদ্ধা হয়েছিলেন এই মহিয়সী নারী।
আজিজুল আলম বেন্টু ধূমকেতু নিউজকে আরো জানান, সেই সময়ের কষ্টকর অনুভূতি ভাষায় বলে প্রকাশ করা যাবেনা। নিজে আক্রান্ত না হলে কেউ বুঝবে না কষ্টটা কতটা ভয়ংকর ছিল। অতঃপর টানা ১৯ দিন স্বামীর সাথে করোনা যুদ্ধের সহযোদ্ধা হয়ে সমানভাবে যুদ্ধ করে স্বামীকে সুস্থ করার প্রয়াসে স্বইচ্ছায় নিযুক্ত ছিলেন নাসিমা আলম লিপি। তিনিও পরবর্তীতে করোনার থাবা থেকে বাঁচতে পারেননি।
করোনায় আক্রান্ত ব্যক্তির খাবারে কোন বিধিনিষেধ আছে কিনা? জানতে চাইলে বেন্টু বলেন, নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নেই, তবে যতটা সম্ভব টক জাতীয় অথাৎ ভিটামিন-সি যুক্ত খাবার খাওয়ায় উত্তম।
কোভিড-১৯ এর চিকিৎসা ব্যবস্থা কি খুবই ব্যয়বহুল? এমন প্রশ্নের জবাবে বেন্টু ধূমকেতু নিউজকে বলেন, প্রাইভেট হাসপাতালগুলোতে করোনার চিকিৎসা ব্যয়বহুল এমনটা অন্যদের থেকে শুনেছিলাম। তবে সেসময় সরকারী হাসপাতালে থাকায় আমাদের কোভিড-১৯ চিকিৎসার জন্য কোনো অর্থই ব্যয় করতে হয়নি।
সর্বোপরি তারা জানান, যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন তাদের যেন পরিবারের লোকেরা একা ছেড়ে না দেয়, ভয় না পাই। তাদের পাশে থেকে সুস্থ করে তোলার পরামর্শ দেন এই মহিয়সী নারী নাসিমা আলম লিপি।