ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিকসহ তিনজনের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোহনপুরের কেশরহাট পৌরসভার নওগাঁ গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৪০) ও মোজাম্মেল হক (৪৬)।
আর হামলার ঘটনায় আহতরা হলেন, দৈনিক উত্তরা প্রতিদিন ও অনলাইন পদ্মাটাইমসের নিজস্ব প্রতিবেদক রায়হানুল হক রিফাত (২৪) তার বাবা আহসান হাবিব (৫৬) ও মা রাবেয়া বিবি (৪৫)।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, একই গ্রামের আয়ুব আলীর সঙ্গে আহসান হাবিবের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ওই জমিতে আদালত থেকে ১৪৪ ধারা জারি রয়েছে। এছাড়াও থানা পুলিশ বারবার নিষেধ করা সত্বেও বিরোধের কোন সুরাহা হয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।
সূত্রমতে, বিরোধপূর্ণ ওই জমিতে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে আয়ুব আলীর জামাতা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোস্তাফা। করোনার জন্য সামাজিক অনুষ্ঠানে নিষেধ থাকায় খবর পেয়ে পুলিশ ওই অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ ঘটনার জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে আয়ুব আলীর নির্দেশে তার জামাতা মোস্তফা, মকসেদ, মোজাম্মেল, মোস্তফার স্ত্রী আছুরা খাতুনসহ আরো অনেকে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সাংবাদিক রায়হানের বাবা আহসান হাবিবকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর শুরু করেন। খবর পেয়ে তার স্ত্রী রাবেয়া বিবি ও ছেলে রায়হান এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করে। দীর্ঘক্ষন ধরে শ্বাস রোধ করে আহসান হাবিব কে মেরে ফেলার চেষ্ঠাসহ লোহার রড দিয়ে শরীরে অসংখ্য আঘাত দিতে থাকে আর রাবিয়া বিবির বুকের উপরে আসুরাসহ মহিলা বাহিনীরা হত্যার উদ্দেশ্যে লাত্তি ঘুষি মারতে থাকে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহসান হাবিবকে অক্সিজেন সাপোর্টের সঙ্গে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, আহসান হাবীব এলাকার একজন সম্মানী মানুষ। তিনি ও তার পরিবারের উপর অন্যায়ভাবে হামলা ও হত্যার চেষ্টা করেছেন বিবাদীরা। আহসান হাবীব এখনো হাসপাতালে অক্সিজেন সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানান তারা।
এঘটনায় শুক্রবার মোহনপুর থানায় পাঁচজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংবাদিক রায়হানুল হক রিফাত। সেই রাতেই পুলিশ দুই আসামীকে গ্রেপ্তার করে।
মোহনপুর থানা ওসি তৌহিদুল ইসলাম জানান, সাংবাদিকসহ তিনজনের উপর হামলা ও হত্যা চেষ্টার মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।